আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রায়পুরায় চাঁদা না দেয়ায় গাছের চারা কাটার অভিযোগ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় চাঁদা না দেওয়ায় রাতের আঁধারে মো: মোস্তফা মিয়া নামে এক ব্যক্তির ক্রয়কৃত জমি থেকে প্রায় ২০ টি আকাশি গাছের চারা কর্তনের অভিযোগ উঠেছে একই এলাকার আলী মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার রাতে উপজেলার অলিপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আলী উপজেলার অলিপুরা ইউনিয়নের অলিপুরা গ্রামের নুরু মিয়ার ছেলে।

ভুক্তভোগী মো: মোস্তফা মিয়া একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের মো: রুস্তম আলীর ছেলে ও দুবাই প্রবাসী।

ক্ষতিগ্রস্থ ব্যক্তি মোস্তফা মিয়া জানান, প্রায় ২ বছর আগে আফাজ উদ্দিনের কাছ থেকে সাড়ে সতেরো শতাংশ জমি ক্রয় করেন তিনি। অভিযুক্ত আলী সম্পর্কে জমির মালিক আফাজ উদ্দিন এর বোন জামাই হয়। গত ৪ মাস আগে আফাজ উদ্দিনের স্ত্রী ও সন্তানরা মোস্তফা মিয়াকে ওই পরিমান জমির দলিল হস্তান্তর করে।

এরপর থেকেই আলী তার লোকজনদের নিয়ে বিভিন্ন সময় ভয় ভীতি দেখিয়ে মোস্তফা মিয়ার কাছ থেকে চাঁদা দাবী করে আসছিলো। পরে তাকে চাদা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে শনিবার রাতের আধাঁরে মোস্তফা মিয়ার জমিতে থাকা প্রায় ২০টি আকাশী গাছের চারা কর্তণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন জানান,এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...