আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত!

আশরাফুল হক, লালমনিরহাট।

লালমনিরহাটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার বিকালে শহরের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মৃত্যু বার্ষিকী পালন করা হয়।

নজরুল উদযাপন পর্ষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আব্দুল কাদের, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ মজিবর রহমান,বঙ্গবন্ধু লেখক পরিষদের সদস্য সচিব নিশিকান্ত রায়,বিশিষ্ট সংগীত শিল্পী তাজুল চৌধুরী,স্বর্ণামতি নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের সভাপতি স্বপ্না জামান, বিশিষ্ট নাট্য শিল্পী অ্যাড. চিত্ত রঞ্জন রায় প্রমুখ।

নজরুল উদযাপন পর্ষদ লালমনিরহাটের সভাপতি বিশিষ্ট কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটির সভাপতিত্বে স্থানীয় কবি ও সাহিত্যিকগন কবিতার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...