আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে ১০০ নাম্বারের পরীক্ষায় ১৫১ পাওয়া যায়

আন্তজার্তিক ডেস্ক—–

রীতিমত অবাক কান্ড!আশ্চার্য্য ঘটনা!!
একেবারে অপ্রত্যাশিত ফলাফল! ১০০ নম্বরের পরীক্ষা দিয়ে এক পরীক্ষার্থী পেয়েছেন ১৫১ নম্বর! অবিশ্বাস্য ঘটনা ভারতের বিহারের দ্বারভাঙ্গা জেলায় একটি বিশ্ববিদ্যালয়ে।

এই ফলাফল দেখে রীতিমতো চোখ ছানাবড়া হয়েছে ওই ললিত নারায়ন মিথিলা নামে ওই শিক্ষার্থীর।

জানা গেয়েছে, ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ে বিএ (অনার্স) বিভাগের এক শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় এই ‘অভাবনীয়’ নম্বর পেয়েছেন।

ওই পরীক্ষার্থীর বলেন, রেজাল্ট দেখে একেবারে চমকে গিয়েছি। যদিও এটা অস্থায়ী মার্কশিট, তবু ফলপ্রকাশের আগে যাচাই করা উচিত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরীক্ষার্থী যেমন ১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেয়েছেন, তেমনই অন্য একজন বি.কম পার্ট টু-র পরীক্ষায় অ্যাকাউন্টিং ও ফিনান্সে শূন্য পেয়েছেন।

এ সবই ঘটেছে বিশ্ববিদ্যালয়ের ভুলে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছেন যে, এটা টাইপে ভুল হয়েছে। নতুন মার্কশিট দেওয়া হয়েছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...