আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রায়পুরায় কাউন্সিলরের বাড়ি ঘরে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাদ আলী ভুট্টুর বাড়িতে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের লোকজন।

রোববার (২৮ আগষ্ট) দুপুর ১২টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলর শাহাদ আলী ভুট্টু লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গত ২৫ আগষ্ট সন্ধ্যা ৬টায় তার ছেলে জনি আহমেদ (১৮) হানিফা (২০) রায়পুরা বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার মোস্তফার লোকজন জনি’র পথরোধ করে মারপিট করে। এসময় তাদের সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এসময় প্রাণে বাঁচতে জনি ও হানিফা দৌড়ে বাড়ি চলে আসে।

এঘটনার পর সন্ধ্যা ৭টায় কাউন্সিলর শাহাদ আলী ভুট্টু, হানিফা ও মোয়াজ্জেম এর বাড়িতে প্রতিপক্ষের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।
প্রতিপক্ষের লোকজন আমাকর ও আমার স্বজনদের নানাভাবে ভয় ভীতি হত্যার হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কমিশনার হয়েও তারা আমার বাড়ি ঘরে হামলা ভাংচুর করে। তাদের হাত থেকে সাধারণ জনগন কি করে নিরাপদ থাকবে
সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন কমিশনার ও স্বজনরা।

অভিযুক্ত মোস্তফার স্বজন ধনু মিয়া মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, যুবকদের মাঝে কথা কাটাকাটির ঘটনা ঘটে। আমাদের লোকজন আহত হয়েছে। আনিত অভিযোগ মিথ্যা।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...