আজ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলের শের আলী এন্ড সন্সকে জরিমানা করল ভোক্তা-অধিকার অধিদপ্তর

শাহাদাত হোসেন অপু শ্রীমঙ্গল, মৌলভীবাজার

শ্রীমঙ্গলে পুরান বাজারে অবস্থিত মেসার্স আলহাজ্ব মোঃ শের আলী এন্ড সন্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগকারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ে মেসার্স আলহাজ্ব মোঃ শের আলী এন্ড সন্স এর মালিক মোঃ শাহজাহান মিয়া এবং অভিযোগকারী মোঃ জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে শুনানীর মাধ্যমে মেসার্স আলহাজ্ব মোঃ শের আলী এন্ড সন্সকে ২৬ জুলাই মঙ্গলবার এই জরিমানা করা হয়। মোঃ জাহাঙ্গীর আলমের লিখিত অভিযোগ-পুরান বাজারে অবস্থিত মেসার্স আলহাজ্ব মোঃ শের আলী এন্ড সন্স থেকে ময়দার বস্তার গাঁয়ের নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে ময়দা ক্রয় করেন। অভিযোগকারী ময়দার বস্তার গাঁয়ে ২,৮৫৪/- মূল্য লেখা থাকলেও ৩,০৭০/- বস্তা প্রতি ময়দা বিক্রয় করেন। মোঃ জাহাঙ্গীর আলম, সত্ত্বাধীকারী মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স, অতিরিক্ত দামে ময়দা ক্রয় করার ফলে তাকে অতিরিক্ত দামে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রয় করতে হয়েছে। যার প্রভাব হোটেল থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের উপর পরে।
শুনানীতে মেসার্স আলহাজ্ব মোঃ শের আলী এন্ড সন্স এর কর্তৃপক্ষ উপস্থিত হয়ে অতিরিক্ত দামে ময়দা কিনার কথা বললেও কোন প্রমান দেখাতে পারেননি-ভবিষ্যতে তাদের দায়বদ্ধতার জায়গায় তারা আরো দায়িত্বশীলতার পরিচয় দিবেন মর্মে শুনানীতে আদেশ প্রদানকারী কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন না করেতে পারায় মেসার্স আলহাজ্ব মো: শের আলী এন্ড সন্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা উক্ত প্রতিষ্টানের মালিক মো: শাহজাহান মিয়া তাৎক্ষণিক পরিশোধ করেন যার ২৫ শতাংশ তথাৎ ৭,৫০০ টাকা অভিযোগকারীকে আইন অনুযায়ী প্রদান করা হয়।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...