আজ ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ কায়সার আহম্মেদ, পাবনা সংবাদদাতাঃ সাংবাদিক সিরাজুল ইসলাম আপন এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা।

রবিবার (৯- অক্টোবর) বেলা সাড়ে ১২টায় ভাঙ্গুড়া প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সম্মিলিত উপস্থিতিতে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে অংশ নেন-ভাঙ্গুড়া প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি ও বাংলাদেশ মফস্বল ফোরাম উপজেলা শাখা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম বাবলু। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখা’র সভাপতি ও তৃতীয় মাত্রা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, চাটমোহর বার্তা পত্রিকার সম্পাদক এসএম হাবিবুর রহমান, দৈনিক সময় অসময় পত্রিকার সম্পাদক বেলালুর রহমান, ভাঙ্গুড়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম বিদ্যুৎ, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল খালেক, বাংলাদেশের খবর প্রতিনিধি হেলাল খান, আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সাংগঠনিক মানবকণ্ঠের ভাঙ্গুড়া প্রতিনিধি ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক রায়হান আলী, কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা, যুগান্তর প্রতিনিধি পিপুল। অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়নুল হক,ভোরের দর্পণ প্রতিনিধি ময়নুল হক, আমাদের সময়ের প্রতিনিধি আব্দুর রহিম, খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, জবাবদিহি প্রতিনিধি মিনু খান, আমার সংবাদ প্রতিনিধি ইকবাল হোসেন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, আলোকিত সকাল প্রতিনিধি মেহেদী হাসান রানা, বালাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন ও সময়ের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান প্রমূখ। এছাড়াও স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...